ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:১৮ পূর্বাহ্ন

রাবিতে সায়েন্টিফিক লাইফস্টাইল শীর্ষক সেমিনার

  • আপডেট: Wednesday, August 31, 2022 - 11:46 pm

স্টাফ রিপোর্টার: কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে রাবির জীববিজ্ঞান অনুষদে লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড সায়েন্টিফিক লাইফস্টাইল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষদের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষক ও কর্মকর্তা এবং ৪২ জন শিক্ষার্থী অংশ নেন। সেমিনারটি পরিচালনা করেন কোয়ান্টাম হার্ট ক্লাবের কো-অডিনেটর ডা. মনিরুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল আলম, ডীন জীব বিজ্ঞান অনুষদ এবং সমাপনী বক্তব্য রাখেন প্রফেসর ড. এম মোস্তফা কামাল। জীবন ঘনিষ্ঠ আলোচনা সকল অংশগ্রহণকারীর মন ছুয়ে যায় এবং তারা ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম বেশি বেশি আয়োজনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান।