ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:১২ পূর্বাহ্ন

বিশ্ব বাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম

  • আপডেট: Wednesday, August 31, 2022 - 11:00 pm

 

অনলাইন ডেস্ক: বেশ কয়েক মাস ধরে বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নিম্নমুখি অবস্থানে রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে কয়েকদিন স্থিতিশীল থাকার পর আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বুধবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে যে দুই ধরনের অপরিশোধিত জ্বালানি তেল পাওয়া যায়, যথা বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয়েরই দাম বুধবার কমেছে।

বুধবার প্রতি ব্যারেল অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৯ ডলার কমেছে। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯৭ দশমিক ৫২ ডলারে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ১ দশমিক ৩৪ ডলার অথবা ১ দশমিক ২ শতাংশ। প্রতিব্যারেল ডব্লিউটিআই এখন বিক্রি হচ্ছে ৯০ দশমিক ৩৯ ডলারে।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেকরা এ জন্য অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক চীনকে দায়ী করেছেন। গত কয়েক মাস ধরেই অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি কমিয়েছে দেশটি।

এছাড়াও তেলের বাজার স্থিতিশীল রাখতে সম্প্রতি জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাস-এর বিভিন্ন পদক্ষেপের পর বিশ্ববাজারে তেলের দাম বেশ কিছুদিন ধরে স্থিতিশীল রয়েছে।