ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৮:৩৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত ১, আহত ২

  • আপডেট: Wednesday, August 31, 2022 - 12:22 pm

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় আরও ২ জন আত্মগোপনে আছেন।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত ভদু (৪০) উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তবে আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, শিংনগর সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি গরু চোরাচালানের দল ভারতে গরু আনতে অবৈধভাবে প্রবেশ করে। পরে মঙ্গলবার দিবাগত রাতে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ৭২নং সীমান্ত পিলারের কাছে ভদুর মৃত্যু হয়।

তারা আরও জানায়, এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা গ্রেপ্তার এড়াতে রাজশাহীতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

উপজেলার মনাকষা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সেরাজুল ইসলাম বলেন, সীমান্তে দুই জন গুলিবিদ্ধ ও একজন নিহত হয়েছেন। তবে নিহতের লাশের সন্ধান এখনও পাওয়া যায়নি।

শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম বলেন, আজিজুল ইসলাম ভদু নামে একজন বিএসএফের গুলিতে মারা গেছেন এবং দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে আহতদের এখনও পরিচয় জানা যায়নি।

অন্যদিকে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের হোসেন জানান, বিভিন্ন মাধ্যমে সীমান্তে একজন নিহতের বিষয়টি জানার পরে পুলিশ তদন্ত করে দেখছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা বলেন, শিংনগর সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে তবে গুলিতে কেউ মারা গেছে কিনা তা নিশ্চিত নই। ঘটনাস্থল ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনে হওয়ায় সেখানে যোগাযোগ করতে পারেন।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে নিশ্চিত হলে জানানো হবে।

সোনালী/জেআর