ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:০৫ পূর্বাহ্ন

ভবিষ্যত তহবিলের চেক প্রদান জেলা পরিষদের

  • আপডেট: Tuesday, August 30, 2022 - 11:47 pm

স্টাফ রিপোর্টার: ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সিটিটিউটের দুই শিক্ষক ও প্রহরীকে ভবিষ্যত তহবিলের চেক প্রদান করেছে জেলা পরিষদ।

মঙ্গলবার সকালে জেলা পরিষদের নিজ সভা কক্ষে এই চেক প্রদান করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার। ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সিটিটিউটের শিক্ষক শাহ আজম ও আখতার জাহান পারভীনসহ প্রহরী লাল মহাম্মদের হাতে ভবিষ্যত তহবিলের চেক প্রদান করেন।

প্রশাসক মোহাম্মদ আলী সরকার বলেন, আপনারা নিষ্ঠার ও সুনামের সাথে ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সিটিটিউটের শিক্ষকের দায়িত্ব পালন করেছেন । আপনাদের দক্ষতার জন্যই রাজশাহী ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সিটিটিউট আজ সরকারী প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। আপনাদের অবদানের কথা এই প্রতিষ্ঠান আজীবন মনে রাখবে।

পরিশেষে তিনি অবসরে যাওয়া ব্যক্তিদের দীর্ঘায়ু কামনা করেন। চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান।