ঢাকা | মে ১১, ২০২৫ - ১২:০৬ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম পর্যায়ের ফল প্রকাশ

  • আপডেট: Tuesday, August 30, 2022 - 10:55 pm

 

অনলাইন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ের রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যায়ে ১ লাখ ২২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন।

সোমবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ পেয়েছে। ফলাফল রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

প্রথম রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থান পাওয়া সব শিক্ষার্থীকে আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরমপূরণ করতে হবে এবং রেজিস্ট্রেশন ফিসহ চূড়ান্ত ভর্তি ফরম ৭ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে বলা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS