ঢাকা | নভেম্বর ৩০, ২০২৪ - ১১:২৯ পূর্বাহ্ন

পবায় কোভিড-১৯ প্রতিরোধে কর্মশালা

  • আপডেট: Monday, August 29, 2022 - 11:15 pm

স্টাফ রিপোর্টার: পবায় কোভিড-১৯ প্রতিরোধ: ঝুকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদার করণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পবা উপজেলা কৃষি অফিস হলরুমে আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফ এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, সাংবাদিক কাজী নাজমুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষণ কর্মকর্তা সুখময় পাল।

কর্মশালায় রায়হান আলী জুয়েল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সম্বনয়কারী রাসেল আহমেদ ছোটন। এসময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন সংস্থার পরিচালক হাসিনুর রহমান, সাংবাদিক সোহেল মাহবুব, সরকার দুলাল মাহবুব, ইউসুফ চৌধুরী, নারীনেত্রী রহিমা বেগম, বড়গাছী ইউপি সদস্য মনিরা বেগম, কমিউনিটি লিডার, সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।