ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ৯:১৫ অপরাহ্ন

দেশে ৩২ কোটি ডোজ টিকা আমদানি করা হয়েছে

  • আপডেট: Monday, August 29, 2022 - 11:09 pm

 

অনলাইন ডেস্ক: দেশে এখন পর্যন্ত ৩২ কোটি ৩১ লাখের অধিক করোনাভাইরাসের টিকার ডোজ আনা হয়েছে। এরমধ্যে ৪ কোটির বেশি বুস্টার ডোজ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাস প্রতিরোধকল্পে- এ পর্যন্ত (২০২২ সালের ২২ আগস্ট) ৩২ কোটি ৩১ লাখ ৯ হাজার ৫০০ ডোজ টিকা আমদানি করা হয়েছে।

তিনি আরও জানান, ২২ আগস্ট পর্যন্ত ১২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৫৭৮ জনকে প্রথম ডোজ, ১২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৭৪০ জনকে দ্বিতীয় ডোজ ও চার কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৭৭৭ জনকে তৃতীয় ডোজ (বুস্টার) টিকা দেয়া হয়েছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দেয়ার মধ্য দিয়ে সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকা দেয়া শুরু করে সরকার।