ঢাকা | মে ১৬, ২০২৫ - ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম

ধর্ষণে অন্তসত্ত্বা স্কুলছাত্রী, মামলা তুলতে হুমকি

  • আপডেট: Monday, August 29, 2022 - 11:33 pm

 

বাগমারা প্রতিনিধি: বাগমারায় ধর্ষণে অন্ত:সত্ত্বা হওয়া স্কুলছাত্রীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামী পক্ষের লোকজন। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে সোমবার আদালতে ১০৭ ধারা আইনে একটি মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, শেরকোল গ্রামের আমাজাদ হোসেনের ছেলে ও শেরকোল-শিমলা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র নাহিদ ওরফে নাইম প্রায় ছয় মাস পূর্বে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ষষ্ঠ শ্রেণী এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে সে ছয় মাসের অন্ত:সত্ত্বা হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

থানার ওসি রবিউল ইসলাম জানান, এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে শুক্রবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় ধর্ষক নাহিদ ওরফে নাইমকে আটক করে শনিবার জেল হাজতে পাঠনো হয়েছে। এতে আসামী পক্ষ ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হুমকি দিচ্ছে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS