ঢাকা | অক্টোবর ৬, ২০২৪ - ৩:৫২ অপরাহ্ন

চোরাই গরুসহ ৬ চোর গ্রেপ্তার

  • আপডেট: Monday, August 29, 2022 - 11:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর সিটিহাট থেকে ৯টি চোরাই গরুসহ ৬ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার নগরীর সিটিহাট থেকে চুরি করা গরুসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।  সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন শাহমখদুম থানার ওসি মেহেদী হাসান।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট থেকে গরু চুরি হয়। গরুগুলোর মালিক খাসেরহাট গ্রামের সেতাব উদ্দিনের ছেলে আব্দুল খালেক। শনিবার সন্ধ্যার আগে গরুগুলি খাসেরহাট মাঠে চরছিল। গরুর মালিক ওই রাতে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

গ্রেপ্তার হওয়া ৬ চোর হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শিঙনগর ভবানীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে হাকিম আলি (৩৩), তার বড় ভাই মাহবুব আলি (৪৪), একই গ্রামের শাহিন আলম (৩৬), মোখলেছুর রহমান (৩৭), মাহাতাব হোসেন (৫০) ও সুমন আলী (২০)। তারা পেশাদার গরু চোর বলে পুলিশের ধারণা।

ওসি আরও বলেন, রাজশাহীর সিটিহাটে চোরাই গরু উদ্ধারের বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে। ৯ গরুসহ ৬ চোরকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।