ঢাকা | মে ১৫, ২০২৫ - ৫:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট: Sunday, August 28, 2022 - 11:02 pm

বাঘা প্রতিনিধি: বাঘার আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহিন হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। শাহিন হোসেন নাটোর সদরের আমহাটি এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহিন হোসেন নিজ বাড়ি থেকে আড়ানীর দিকে আসছিলেন। রোববার দুপুর আড়াইটার দিকে তিনি আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ে পৌঁছেন। এ সময় ঈশরদি থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রেন আসা দেখে গেটম্যান লায়েব উদ্দিন বাঁশ নামিয়ে দেন।

এরপর তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চুর্ণবিচুর্ণ হয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাকে বহনকারী পুঠিয়ার মাইক্রো চালক সাহাবুল ইসলাম।

এ বিষয়ে আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ের গেটম্যান লায়েব উদ্দিন জানান, একটি মালবাহী ট্রেন রাজশাহীর দিকে আসছে দেখে গেট নামিয়ে দেয়া হয়। এরমধ্যে ট্রেনের অর্ধেক অংশ গেট পার হয়ে যায়। এ সময় গেটে বাঁশ নামানো দেখেও মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গেটের তল দিয়ে এসে চলন্ত ট্রেনকে ধাক্কা দেন।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS