ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১:৫৭ অপরাহ্ন

কবর থেকে গৃহবধুর লাশ চুরির চেষ্টা

  • আপডেট: Sunday, August 28, 2022 - 10:26 pm

 

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে আত্মহননকারী গৃহবধু শাবনুরের লাশ গোরস্থানের কবর থেকে চুরির প্চেষ্টা চালায় দুবৃত্তরা।

এলাকাবাসী ও পুলিশ জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে শাবনুর বেগম (২২) নামের এক গৃহবধু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার পারকোল গ্রামের আলম শেখের মেয়ে ও সংগ্রামপুর গ্রামের চাঁদ মিয়ার স্ত্রী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। শনিবার বিকেল ৬টার দিকে জানাজা শেষে পারকোল কেন্দ্রীয় গোরস্থানে কবর দেয়া হয় তাকে।

মৃত শাবনুরের স্বজনেরা রোববার সকালে কবর জিয়ারত করতে গেলে দেখেন কবর খনন করা ও কবরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কবরের বাঁশ ও মাটি খননের একটি কোদাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কবরটি পর্যবেক্ষণ করে দেখেন যে কবরের মধ্যে লাশ অক্ষত অবস্থায় রয়েছে।

এলাকাবাসী জানান, কে বা কাহারা রাতের অন্ধকারে লাশ চুরির উদ্দেশ্যে এসেছিল। কিন্তু তারা লাশ চুরি করতে ব্যার্থ হয়। পরে স্বজনেরা কবরটি মাটি দিয়ে মেরামত করে দেন।