ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:৫৬ অপরাহ্ন

বঙ্গবন্ধুর হত্যাকারীরা নরপিশাচ: খাদ্যমন্ত্রী

  • আপডেট: Saturday, August 27, 2022 - 11:21 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা নরপিশাচ। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষ্যান্ত হয়নি, তারা শিশু ও অন্ত:স্বত্তা নারীকেও হত্যা করেছিলো।

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত শোক সভায় এসব কথা বলেন তিনি।
খুনিচক্র ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তাঁর আদর্শ, রাজনীতির দর্শন ধ্বংস করা যাবে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে তারা হত্যা করতে পারেনি। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে শহীদ বঙ্গবন্ধু আরো শক্তিশালী ভাবে মানুষের মনে স্থান করে নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

শোককে শক্তিতে পরিণত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে চলেছেন উল্লেখ করে তিনি বলেন, কোন ষড়যন্ত্র এদেশের উন্নয়ন ব্যাহত করতে চাইলে জনগণকে সাথে নিয়ে শক্তভাবে তা মোকাবিলা করা হবে।

ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল হকের সভাপতিত্বে শোকসভায় উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইউব হোসাইন মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম বক্তব্য রাখেন।