ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ১১:১৬ অপরাহ্ন

জুয়ার আসর থেকে আটজন গ্রেপ্তার

  • আপডেট: Friday, August 26, 2022 - 11:38 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক বসত বাড়িতে চলা জুয়ার আসরে অভিযান চালিয়ে আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকায় এ অভিযান চালানো হয়। ওই আসর থেকে চার সেট তাস ও নগদ ১৩ হাজার ৯১০ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকার মৃত দেহেজ মণ্ডলের ছেলে আরমান মণ্ডল (৬০), মৃত ময়েজ উদ্দিনের ছেলে জামিরুল ইসলাম ওরফে আতিয়ার (৩৬), শুকচাঁন আলীর ছেলে ফয়সাল আলী (২০), মৃত আবদুর রশিদ মিনুর ছেলে আনোয়ার হোসেন ওরফে গুলি (৫০), একই থানার সাতবাড়ীয়া এলাকার মৃত চাহার উদ্দিন শেখের ছেলে লালচাঁন ওরফে চান্দু (৫৫), দাউদ শেখের ছেলে হায়দার আলী (৪৮), আবদুল মজিদের ছেলে তোজাম্মেল আলী (৩২), শুকুর আলীর ছেলে রাজ্জাক আলী (৩৫)।

শুক্রবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এ তথ্য জানান। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।