ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৮:৪৭ অপরাহ্ন

চিলড্রেনস ফিল্ম সোসাইটির সাবেক সভাপতির স্মরণসভা

  • আপডেট: Friday, August 26, 2022 - 11:46 pm

স্টাফ রিপোর্টার: চিলড্রেনস ফিল্ম সোসাইটির সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শাহমখদুম কলেজের সেমিনার রুমে এই স্মরণসভা অনুষ্টিত হয়। স্মরণ সভায় শুরুতে মিনহাজ উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য দেন, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন, সাধারণ সম্পাদক জাবীদ অপু, মুক্তিযুদ্ধ পাঠাগারের সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ, খেলাঘর রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আফতাব আহমেদ কাজল, সেক্টর কমান্ডার ফোরাম রাজশাহী বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার মহানগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল প্রমুখ।

স্মরণসভায় সভাপতিত্ব করেন রাজশাহী চিলড্রেনস ফিল্ম সোসাইটির সভাপতি মুনিফ আরিয়ান সুখ, পরিচালনা করেন রাজশাহী চিলড্রেনস ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আননাবা কবীর প্রকৃতি। স্মরণ সংগীত উপস্থাপন করেন রকিবুল হাসান রবিন।