ঢাকা | মে ১৫, ২০২৫ - ১:২৯ অপরাহ্ন

আবারও বাড়ল চাল ও তেলের দাম

  • আপডেট: Friday, August 26, 2022 - 11:32 pm

 

স্টাফ রিপোর্টার: সপ্তাহের ব্যবধানে বেড়েছে চাল ও তেলের দাম। চালের দাম কেজি প্রতি বেড়েছে ৫ টাকা আর তেলের দাম লিটারে বেড়েছে ৭ টাকা। একই সাথে ৫ টাকা বেড়েছে আটার দাম।

রাজশাহী নগরীর বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা এ কথা জানিয়েছেন। বিক্রেতাররা জানিয়েছেন, আটাশ চাল বিক্রি হচ্ছে ৬২ টাকা কেজি, যা দুই সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ৫৭ টাকায়। দুই সপ্তাহ আগে মিনিকেট চাল বিক্রি হয়েছে ৬৩ টাকা কেজি, আর এখন বিক্রি হচ্ছে ৬৮ টাকা। পাঁচ টাকা বেড়ে গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে ৫৬ টাকা কেজি।

সুশীল স্টোরের মালিক সুশীল জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে গেছে। এতে আমদানিও কমে গেছে। তাই চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। চাল কিনতে আসা গৃহিণী শাহানা বানু বলেন, ‘আমরা গরিব মানুষ। এভাবে চালের দাম বাড়লে কেমন করে সংসার চালাবো? আমার মতো যাদের বড় সংসার আর আয়ের মানুষ একজন, তারা খুব কষ্টে জীবনযাপন করছেন।’

চলতি সপ্তাহে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে খাসির দাম। ৫০ টাকা বেড়ে খাসির মাংশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০০ টাকা। এ সপ্তাহে কিছু মাছের দাম অপরিবর্তিত থাকলেও রুই, সিলভার কার্প, মিরর কার্প ও কাতলা মাছের দাম বেড়েছে। বড় ইলিশ গত সপ্তাহের চেয়ে ১০০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৭০০ টাকা কেজি। ছোট ইলিশের দাম কেজিতে ২০০ টাকা বেড়ে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০ টাকা বেড়ে রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি।

মাছ কিনতে আসা মো. মামুন বলেন, ‘প্রতি সপ্তাহে মাছ কিনতে এলে দেখি মাছের দাম কেজিতে ৫০-১০০ টাকা বেড়েছে। এভাবে যদি প্রতি সপ্তাহে মাছের দাম বৃদ্ধি পায় তাহলে নিম্নআয়ের মানুষের কাছে মাছ ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে।’

বাজার ঘুরে দেখা যায় মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা কম। এ সপ্তাহে ব্রয়লার মুরগি ২৫ টাকা কমে ১৬৫ টাকা, ১০ টাকা কমে সোনালি মুরগি ২৬০ টাকা এবং দেশি মুরগি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের চেয়ে দুই টাকা কমে লাল ডিম প্রতি হালি ৩৬ টাকা এবং সাদা ডিম ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

চলতি সপ্তাহে অপরিবর্তিত রয়েছে সবজির বাজার। কিছু কিছু সবজির দাম কমেছে বলেও জানান সবজি ব্যবসায়ীরা। বেগুন ৫০ টাকা, ফুলকপি ৮০ টাকা, করলা ৬০ টাকা, আলু ২৫ টাকা, ২০ টাকা কমে শসা ১০০ টাকা, ২০ টাকা কমে টমেটো ১২০ এবং ১০০ টাকা কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS