ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ১১:১০ অপরাহ্ন

পবার হরিয়ান মল্লিকপুরে পাকা রাস্তার উদ্বোধন

  • আপডেট: Thursday, August 25, 2022 - 11:34 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার হরিয়ানের মল্লিকপুর বাইপাস থেকে রামচন্দ্রপুর পর্যন্ত নির্মাণকৃত আরএইচডি রাস্তার উদ্বোধন করা হয়েছে।

৫ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৪ কিলোমিটার নির্মাণকৃত রাস্তার মল্লিকপুর কুখন্ডি বাজারে বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পবার বাস্তবায়নে এই রাস্তার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হরিয়ান ইউপি’র চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবুল হোসেন, হানিফ মোহাম্মদ পলাশ, বাবলু তালুকদার, জাহিদুল ইসলাম, ডা. সেফাতুল্লাহ, ওবায়দুল ইসলাম, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নবীবুর রহমান, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু প্রমুখ।

এরআগে প্রধান অতিথি এআরকে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।