২ নম্বর ওয়ার্ড ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভা
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের কোর্ট স্টেশন এলাকায় শহিদ জামিল স্মৃতি সংসদে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসহাক আলী মন্ডল। প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।
সভায় বক্তব্য দেন, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, মনিরুদ্দীন পান্না, নাজমুল করিম অপু, মহানগর সদস্য আব্দুল খালেক বকুল, মাসুম আক্তার অনিক, মোশারোফ হোসেন প্রমুখ। বর্ধিত সভা থেকে ইসহাক আলী মন্ডলকে সভাপতি ও আকবর আলী লালুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ২ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়।