রামেক হাসপাতালে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম আলিফ প্রমানিক (৯২)। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার বাসিন্দা। পাঁচ দিন আগে থেকে তিনি হাসপাতালের ৩০ নম্বর (করোনা ওয়ার্ড) ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শামীম ইয়াজদানী বলেন, করোনা ইউনিটে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মোট তিনজন রোগী ভর্তি ছিলেন। তিন জনই করোনা সন্দেহভাজন রোগী।
এছাড়া রামেকের আরটিপিসিআর ল্যাবে সন্দেহভাজন ২৭ জনের নমুনা পরীক্ষা হয়। এতে চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৮১ শতাংশে দাঁড়িয়েছে।