ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৯:১১ অপরাহ্ন

কর্মচারিদের মাঝে জেলা পরিষদ প্রশাসকের অফিস পোষাক বিতরণ

  • আপডেট: Thursday, August 25, 2022 - 11:53 pm

 

স্টাফ রিপোর্টার: সকল কর্মচারিদের মাঝে শীত ও গরমের অফিস পোষাক বিতরণ অব্যহত রেখেছে রাজশাহী জেলা পরিষদ।বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সভা কক্ষে এই পোষাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার সকল কর্মচারিদের হাতে শীত ও গরমের অফিস পোষাক তুলে দেন। পোষাক বিতরণকালে মোহাম্মদ আলী সরকার বলেন, পরিষদের কর্মচারিদের বছরে একবার গরমের পোষাক ও দুইবছর অন্তর শীতকালের পোষাক দেওয়ার হয়। আমি এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেছি।

এসময় তিনি সকল কর্মচারির প্রসংশা করে বলেন, জেলা পরিষদের সকল কর্মচারি অত্যন্ত নম্র ও ভদ্র এবং এরা প্রত্যেকে সৎ ব্যক্তি। আমি সকলের কর্মজীবনের সাফল্য কামনা করি এবং আশা রাখি এরা যেন জেলা পরিষদের সুনাম অক্ষুন্ন রাখে।

পোষাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, সহকারী প্রকৌশলী মাসুক-ই- মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান।