ঢাকা | মে ১০, ২০২৫ - ৪:১১ পূর্বাহ্ন

এডিপির উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

  • আপডেট: Wednesday, August 24, 2022 - 10:58 pm

স্টাফ রিপোর্টার: এডিপি বরাদ্দের গৃহীত উন্নয়ন প্রকল্পের প্রথম কিস্তির চেক বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। বুধবার সকালে পরিষদের নিজ সভা কক্ষে এডিপির বরাদ্দের চেক বিতরণ করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আলী সরকার।

৯টি উপজেলার মসজিদ, মাদরাসা, গোরস্থান, মন্দির, স্কুল ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়নের লক্ষে রাজশাহী জেলা পরিষদ এডিপির গৃহীত উন্নয়ন প্রকল্পের অনুদানের অর্থ বিতরণ অব্যাহত রেখেছে।

চেক বিতরণকালে মোহাম্মদ আলী সরকার বলেন, আমি দায়িত্বে থাকা অবস্থায় এ অঞ্চলের প্রতিটি এলাকায় জেলা পরিষদের উন্নয়নের ছোঁয়া রেখে যেতে চাই। আমার ধারনা এখন মানুষ জেলা পরিষদের কর্মকাণ্ড সম্পর্কে জানে। আগে মানুষের জেলা পরিষদের কর্মকাণ্ড সম্পর্কে তেমন ধারনা ছিল না। আমি ৯ টি উপজেলার মানুষকে বোঝাতে পেরেছি, আপনাদের উন্নয়নমুলক কর্মকাণ্ডে জেলা পরিষদের অনেক ভূমিকা রয়েছে। চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাসুদ-ই- মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Hi-performance fast WordPress hosting by FireVPS