ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৯:০৪ অপরাহ্ন

রাবির অফিস কার্যক্রম চলবে আটটা থেকে তিনটা

  • আপডেট: Wednesday, August 24, 2022 - 11:00 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: আগামী ২৮ আগস্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিস সময়সূচি সকাল আটটা থেকে বিকেল তিনটা নির্ধারণ করা হয়েছে।

তবে, সাপ্তাহিক ছুটি আগের মতো শুক্র ও শনি দুই দিনই থাকছে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে আগামী ২৮ আগস্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত হয়েছে। পূর্বের ন্যায় শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি থাকবে।