ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ১০:৩৫ অপরাহ্ন

নগরীতে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, August 24, 2022 - 10:59 pm

স্টাফ রিপোর্টার: নগরীর একটি বাড়িতে জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিনগত গভীর রাতে নগরীর মতিহার থানার ডাঁশমারি পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই আসর থেকে তিন সেট তাস ও নগদ ১০ হাজার ৭ শ’ ৩০ টাকাও জব্দ করা হয়।

আটক জুয়াড়িরা হলেন— নগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার হযরত আলীর ছেলে গিয়াসুদ্দিন (৫৫), মাসুদ করিমের ছেলে মঈনুল ইসলাম শিশির (২৪), ডাঁশমারি পশ্চিমপাড়ার মৃত চান্দুর ছেলে বাবু (৫৭), কোরমান আলীর ছেলে সুরমান আলী (৩২), ধরমপুর পূর্বপাড়ার মৃত সমীর উদ্দিনের ছেলে আলাল (৪২), মৃত মাসুদ আলীর ছেলে আব্দুল জামিল রনি (৩২), ঈমান আলীর ছেলে ইসতিয়াক আজমেদ রনি (৩২), মনসুর রহমানের ছেলে জনি (৩১), আশরাফ আলীর ছেলে মিজানুর রহমান (২৬) ও মৃত মঈনুদ্দিনের ছেলে জাকির (২৬)।

বুধবার দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের হয়েছে।