ঢাকা | জুলাই ১, ২০২৫ - ৭:১৭ অপরাহ্ন

হাফ পাসের দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপডেট: Tuesday, August 23, 2022 - 1:32 pm

অনলাইন ডেস্ক: বাসে হাফ পাসের দাবিতে রাজধানীর বনানী পোষ্ট অফিসের সামনের সড়ক অবরোধ করে রেখেছে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই এলাকায়।

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশগ্রহণ করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান-বনানী-নতুনবাজার রোডে চক্রাকার যেসব বাস চলাচল করে সেগুলোতে কর্তৃপক্ষ হাফ ভাড়া নিচ্ছে না। অথচ প্রতিদিন প্রায় হাজারখানেক শিক্ষার্থী এই পথে যাতায়াত করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই পথে ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা।

বনানী বিদ্যানিকেতনের শিক্ষক ও পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। কিন্তু দাবি মানার ঘোষণা না দিলে সড়ক থেকে সরবে না বলেও জানিয়ে দেয় শিক্ষার্থীরা।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS