ঢাকা | মে ১০, ২০২৫ - ৪:১৩ পূর্বাহ্ন

সন্ধান মিলেছে সুকন্যার, মায়ের বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট: Tuesday, August 23, 2022 - 1:15 pm

অনলাইন ডেস্ক: রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী ইয়াশা মৃধা সুকন্যার সন্ধান মিলেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনের মুখোমুখি হন ইয়াশা মৃধা সুকন্যা।

তবে তিনি পরিবারে কাছে ফিরতে চান না।

তিনি বলেন, আমি পরিবারে ফিরতে চাই না। আমার মা আমাকে নানা ধরনের নির্যাতন করে। তিনি আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন।

সুকন্যা বলেন, বিয়ে করার জন্য আমাকে জোর করা হচ্ছিল। মা আমাকে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাচ্ছিলেন। রাতে আমি ভয়ে ঘুমাতে পারতাম না। আমাকে বালিশ চাপা দেওয়া হবে! নানার বাড়ি গেলে, তারাও আমাকে একই কথা বলতেন। বিয়েটা করে ফেল। সাড়ে ৩ লাখ টাকা পাবি। লাগলে আরও টাকা বাড়িয়ে দেবে।

গত ২৩ জুন থেকে নিখোঁজ সুকন্যা। পরে ২০ আগস্ট মা নাজমা ইসলাম লাকী মেয়ের সন্ধানে সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় সুকন্যার মায়ের করা মামলায় তার বন্ধু ইসতিয়াক এখন কারাগারে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS