চাঁপাইয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ৪ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৩ বছর করার মন্তব্যের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল সমাবেশ শেষে ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে বিক্ষোভ মিছিল করেছে। এর আগে কলেজ চত্বরের শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।
সমাবেশে বারঘোরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ম বর্ষের শিক্ষার্থী আরাফাত রহমান ও আতিকুল ইসলাম তাদের বক্তব্যে বলেন, এমনিতেই এতগুলো সাবজেক্ট ৪ বছরে শেষ করতে আমরা হিমসিম খাচ্ছি, সেখানে ৩ বছর করা হলে আমরা ক্ষতিগ্রস্থ হবো। অবিলম্বে শিক্ষা মন্ত্রীর এ বক্তব্য প্রত্যাহার না করলে আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ সড়ক অচল করে রাজপথে নেমে আসতে বাধ্য হবো ।
উল্লেখ্য, গত ১২ আগস্ট ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষকদের সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়সীমা ৪ বছরের স্থলে ৩ বছর করার বিষয়ে মন্তব্য করেন ।