ঢাকা | মে ১, ২০২৫ - ৪:০৮ অপরাহ্ন

পুঠিয়ায় মায়ের সাথে পুকুরে নেমে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট: Monday, August 22, 2022 - 10:55 pm

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ায় মায়ের সাথে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেলো সাড়ে ৪ বছরের শিশু মিনহাজ মোহাস্মদ। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কানমাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ মোহাস্মদ ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব আলীর ছেলে। তিনি বলেন, দুপরে কাজ শেষ করে ওই ছেলের মা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় তার পিছু নেয় মিনহাজ।

সে সময় তাকে পুকুর পাড়ে দাঁড় করিয়ে গোসল করতে পুকুরে নামে মা। তার মায়ের অগচরে বাচ্চাটিও পুকুরে নেমে ডুবে যায়। কিছুক্ষন পর মিনহাজকে পুকুরপাড়ে দেখতে না পেয়ে তার মা চিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন পুকুরে নেমে তার লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি সোহরাওয়াদী হোসেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই ওই শিশুর লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

Hi-performance fast WordPress hosting by FireVPS