ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:৫০ অপরাহ্ন

পেট্রোল পাম্প মালিকদের প্রতীকী ধর্মঘট পালিত

  • আপডেট: Monday, August 22, 2022 - 11:20 pm

স্টাফ রিপোর্টার: আনুপাতিক হারে জ্বালানি তেলের কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে প্রতীকী ধর্মঘট পালন করেছে পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা।

সোমবার ভোর ৬ টা থেকে তিন বিভাগে এ ধর্মঘট শুরু হয়। ১২ ঘণ্টার এই প্রতীকী ধর্মঘট শেষ হয় সন্ধ্যা ৬ টায়।

রাজশাহী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মনিমুল হক বলেন, তিন দফা দাবিতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সকল ডিপো একযোগে তেল উত্তোলন থেকে বিরত ছিল। এখানে শুধু ডিপো থেকে কোনও তেল উত্তোলন করা হয়নি। প্রতিটা পাম্পে গ্রাহক পর্যায়ে তেল বিক্রি করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে ১২ ঘণ্টার প্রতীকী ধর্মঘট পালন করা হয়েছে। তিন দফা দাবির মধ্যে রয়েছে-বর্তমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রয় কমিশন বৃদ্ধি, অয়েল ডিপো থেকে ৪০ কিলোমিটারের বাইরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি এবং পেট্রোল পাম্পের উপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করা।

দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তী সময়ে দেশব্যাপী এই আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে।