ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম

আরও দুইদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চান দোকান মালিকরা

  • আপডেট: Monday, August 22, 2022 - 10:14 pm

 

অনলাইন ডেস্ক: অসহনীয় যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের আরও দুই দিন সাপ্তাহিক ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সোমবার সংগঠনের পক্ষ থেকে এ দাবি করা হ‌য়ে‌ছে।

দোকান মালিক সমিতি জানায়, অফিসের নতুন সময় নির্ধারণ হওয়ায় ঢাকার সড়কে অসহনীয় যানজট কমে আসবে ও জ্বালানি সাশ্রয় হবে। ক্রেতারাও কেনাকাটার জন্য অতিরিক্ত সময় পাবেন। সেই সঙ্গে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি পালনের পাশাপাশি রোববার এবং সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি রাখা গেলে যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয় হবে।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে।