ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:৪৮ অপরাহ্ন

অশ্লীল ভিডিও ছড়ানোর দায়ে যুবকের সাত বছরের কারাদণ্ড

  • আপডেট: Monday, August 22, 2022 - 11:12 pm

 

স্টাফ রিপোর্টার: নারীর অশ্লীল ভিডিও সম্পদনা করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অপরাধে এক যুবকের সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

সোমবার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোহন আলী (২৩)। তার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার গ্রামে। ওই নারী ছিলেন মোহন আলীর প্রতিবেশী।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পিপি ইসমত আরা। তিনি বলেন, ২০১৭ সালের জুন মাসে একই এলাকার এক নারীর কম্পিউটারে অশ্লীল ভিডিও তৈরি করেন মোহন ও তার সহযোগীরা। অশ্লীল ভিডিওটি ইন্টারনেট ও বিভিন্ন মানুষের মুঠোফোনে ছড়িয়ে দেন।

এই ঘটনা জানার পর ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন। ওই বছরের ১৯ জুলাই বদলগাছী থানায় দুজনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করেন ওই নারীর বাবা। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার মোহন আলীকে সাত বছরের কারাদণ্ডের রায় দেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত।