ঢাকা | অক্টোবর ৮, ২০২৪ - ১:০৯ অপরাহ্ন

অবৈধ ভাবে পাখি ক্রয় বিক্রয়ে আটক ২

  • আপডেট: Monday, August 22, 2022 - 11:05 pm

 

বাঘা প্রতিনিধি: বাঘায় অবৈধভাবে ১১০টি ঘুঘু পাখি ক্রয়-বিক্রয়ের সময় দুইজনকে আটক করা হয়েছে। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়। সোমবার দুপুরে উপজেলার গড়গড়ি ইউনিয়নের শিমুলতলী পদ্মা নদীর ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাঘা থানার পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে পদ্মার চর এলাকায় অবৈধভাবে পাখি ধরে বিক্রি করতেন উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরের চান্দু রহমানের ছেলে সোহেল রানা (৩১)। পাখি ক্রয় করতেন পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মহসীন মন্ডলের ছেলে ইউনুস মন্ডল (৫৫)।

সোমবার দুপুরে শিমুলতলা পদ্মা নদীর ঘাটে এ পাখি ক্রয় বিক্রয় হচ্ছে, মর্মে বাঘা থানার পুলিশ জানতে পারে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, অবৈধভাবে সোহেল রানার কাছে থেকে ১১০টি পাখি ক্রয় করছিলেন ইউনুস মন্ডল। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাখি সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।