ঢাকা | জুলাই ২৯, ২০২৫ - ৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

অবৈধ বিদ্যুৎ সংযোগ, ইউপি চেয়ারম্যানকে জরিমানা

  • আপডেট: Monday, August 22, 2022 - 11:07 pm

 

স্টাফ রিপোর্টার: অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে রাজশাহীর বাগমারা উপজেলার মারিয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযান চালিয়ে এই জরিমানা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বিদ্যুৎ আইন- ২০১৮ অনুযায়ী মারিয়া ইউপি চেয়ারম্যান রেজাউল হককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, বাগমারা উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হক দীর্ঘদিন যাবত মিটার টেম্পারিং করে বাসাসহ একটি মার্কেটে একজন জনপ্রতিনিধি হয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে বছরের পর বছর সরকারের লক্ষ লক্ষ টাকা লোকসান করে আসছেন। ফলে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব হতে, আর সাধারণ গ্রাহক পাচ্ছেনা বৈধ বিদ্যুৎ সংযোগ।