২১ আগস্ট শহীদদের প্রতি নগর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজশাহী মহানগর কমিটির নেতা-কর্মীরা।
রোববার সকালে নগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
পরে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এসময় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকারসহ সংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ শান্তি সমাবেশে গ্রেনেড হামলা হয়।
ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। হামলায় আহত হন আওয়ামী লীগের ৫ শতাধিক নেতা-কর্মী। ঘটনাস্থলে উপস্থিত অনেক সংবাদকর্মীও গ্রেনেডের আঘাতে আহত হন।
সোনালী/জেআর