ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

হত্যাসহ ১৬ মামলার আসামি অস্ত্রসহ আটক

  • আপডেট: Sunday, August 21, 2022 - 1:45 pm

অনলাইন ডেস্ক: নওগাঁয় বিশেষ অভিযান চালিয়ে হত্যাসহ আতাউর রহমান শান্ত (৩৫) নামে ১৬ মামলার আসামিকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা।

রোববার (২১ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব -৫।

গ্রেফতার আতাউর রহমান শান্ত জেলার মহাদেবপুর উপজেলার চেরাগপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল উপজেলার চেরাগপুর গ্রামে র‍্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী আতাউর রহমান শান্তকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান এবং একটি গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার আতাউর রহমান একজন শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছী ও সদর থানায় ৫টি ডাকাতি, ১টি হত্যা, মাদক, চুরি ও ছিনতাইসহ সর্বমোট ১৬টি মামলা রয়েছে। আটক আসামির বিরুদ্ধে মহাদেবপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয়।

সোনালী/জেআর