ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুর পৌর মেয়র তোফাজ্জল হোসেন আর নেই

  • আপডেট: Sunday, August 21, 2022 - 11:54 pm

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন )। রোববার রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর মগবাজারের হলি ফ্যামেলি রেডক্রিসেন্ট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সাহাবুল হক। তিনি বলেন, গত ২৭ জুলাই লিভারে সমস্যা জনিত কারণে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

সেখান চিকিৎসাধীন থাকা অবস্থায় জন্ডিসে আক্রান্ত হলে তাকে রাজধানীর মগবাজারের হলি ফ্যামেলি রেডক্রিসেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টা ৪০মিনিটে তিনি মারা যান।