ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৮:২৮ অপরাহ্ন

১৬ মাস বয়সী বোনকে হত্যার দায়ে ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড

  • আপডেট: Sunday, August 21, 2022 - 3:22 pm

অনলাইন ডেস্ক: জামালপুরে ১৬ মাস বয়সী ছোট বোনকে হত্যার দায়ে বড় ভাই ইন্দ্রজিৎ ঘোষকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন জামালপুর দায়রা জজ আদালত।

রোববার (২১ আগস্ট) দুপুরে জামালপুর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ইন্দ্রজিৎ ঘোষ সরিষাবাড়ী উপজেলার পৌর শহরের শিমলা গোপনাথ এলাকার পরিতোষ ঘোষের ছেলে।

মামলা সূত্রে জানাযায়, ২০১৭ সালের জানুয়ারি মাসে রাত ১০টার দিকে মা শিল্প রানী ঘোষ, বোন তন্নি ঘোষ ও মৃত প্রাপ্তি ঘোষ ঘুমাতে যায়। রাত ২টার দিকে ইন্দ্রজিৎ ঘোষ বাবা ও মাকে ডেকে ছোটবোন প্রাপ্তিকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সন্দেহ হলে বড় ভাই ইন্দ্রজিৎকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন ইন্দ্রজিৎ ।

জিজ্ঞাসাবাদে ইন্দ্রজিৎ জানান, তিনি সু-কৌশলে ছোটবোনকে সরিষাবাড়ী বাস টার্মিনাল সংলগ্ন একটি পুকুরে ফেলে হত্যা করে লাশ গুম করে রাখেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবি নির্মল কান্তি ভদ্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আসামী পক্ষের আইনজীবি ছিলেন, জয়ন্ত কুমার দেব।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS