ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

বেশি দামে ডিম ও কেরোসিন বিক্রি, দোকানিকে জরিমানা

  • আপডেট: Saturday, August 20, 2022 - 11:09 pm

স্টাফ রিপোর্টার: নগরীতে নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে ডিম ও কেরাসিন বিক্রি করায় এক দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দামের তালিকা প্রদর্শিত না করাতে আরও দুই ব্যবসায়ীকে জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন জায়গায় এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ অভিযানে নেতৃত্ব দেন।

হাসান-আল-মারুফ জানান, নগরীর কাশিয়াডাঙা মোড় এলাকায় অতিরিক্ত মূল্যে ডিম ও কেরাসিন বিক্রি করায় কামরুল স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন না করায় একই এলাকার রাফি ট্রেডার্সকে ২ হাজার টাকা ও মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করায় রাদিয়া মাংস স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।