ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:৫৫ পূর্বাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২০

  • আপডেট: Saturday, August 20, 2022 - 3:10 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ এলাকায় থাকা রাজশাহী-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী।

শুক্রবার (১৯ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

নিহত বাসযাত্রীর নাম আব্দুর রহিম (৪৫)। তিনি পিরোজপুর জেলার রহমান আলী ছেলে।

রাজশাহীর পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাকারুল ইসলাম জানান, পদ্মা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ফরিদপুর থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। বাসটি পুঠিয়ার বিড়ালদহে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি মোফাকারুল জানান, ওই মহাসড়ক থেকে সকালে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় থানায় মামলা হবে।

সোনালী/জেআর