ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:৩৮ অপরাহ্ন

বিভিন্ন উপজেলায় জন্মাষ্টমীর শোভাযাত্রা ও আলোচনা সভা

  • আপডেট: Friday, August 19, 2022 - 10:20 pm

সোনালী ডেস্ক: ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব পুণ্যতিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিয়ামতপুর
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নিয়ামতপুরে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে উপজেলা সদরের বালাহৈর সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে থেকে শত শত ভক্তবৃন্দের উপস্থিতিতে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরের প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরির সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঈশ্বর চন্দ্র বর্মন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমূখ।

মান্দা
মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার। সকল ভেদাভেদ ভুলে বিভিন্ন্ আচার অনুষ্ঠানে মিলিত হন এদেশের সকল ধর্ম ও বর্ণের মানুষ। সেই সম্প্রীতি বিনষ্ট করতে বারবার চেষ্টা করছে জামায়াত-বিএনপির দোসররা। তাদের সেই চক্রান্ত কোনোদিনই সফল হতে দেওয়া হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সবধরণের চক্রান্ত প্রতিহত করা হবে। শুক্রবার সকাল ১০টার দিকে প্রসাদপুর বাজারে নবনির্মিত রাধাগোবিন্দ জিউ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাধাগোবিন্দ জিউ মন্দির কমিটির সভাপতি অবনী ভূষণ প্রামানিকের সভাপতি অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টী তপন কুমার সেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, মন্দির কমিটির সাধারণ অনুপ কুমার মহন্ত, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল প্রমূখ।
সুধী সমাবেশের আগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, বিশ্বশান্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে শহরের শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও।
জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প সহকারী মিলন কুমার দাস, ডাঃ অসিত সরকার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়, শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরের সভাপতি বাসুদেব নন্দী ও বারঘরিয়া নতুন বাজার রাধাগৌবিন্দ্র ও দূর্গামাতা মন্দিরের সভাপতি ভবসুন্দর পাল ।
আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ প্রজ¦লন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিন করে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘে এসে শেষ হয়। পরে বিচারকমন্ডলীর ফলাফলে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রথম হন বারঘরিয়া নতুন বাজার রাধাগৌবিন্দ্র ও দূর্গামাতা মন্দির, দ্বিতীয় হন নবাবগঞ্জ সরকারি কলেজের সনাতন একতা সংঘ এবং ৩য় হন যৌথভাবে শাহ নেয়ামতুল্লাহ কলেজের সনাতন শিক্ষার্থী পরিষদ ও চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির। পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শুরুতে পবিত্র গীতাপাঠ করেন শ্রী সমীর চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নিত্যনন্দ দাস।

নওগাঁ
নওগাঁ প্রতিনিধি জানান, ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব পুণ্যতিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শহরের কালীতলা শ্রীশ্রী বুড়া কালীমাতা মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নওগাঁ জেলা শাখা। শোভাযাত্রায় বিভিন্ন জায়গা থেকে আসা শত শত ভক্তবৃন্দ ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্রসহ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। ঢাকা থেকে ভিড়িও কনফারেন্সে শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি রনজিত কুমার সরকার, সাধারন সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, শ্রীশ্রী বুড়া কালীমাতা কালীতলা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, সাধারন সম্পাদক অখিল চন্দ্র ঘোষসহ বিভিন্ন সনাতন ধর্মলম্বীদের নেতৃবৃন্দ।

গোমস্তাপুর
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, জন্মাষ্টমী উপলক্ষে রহনপুর সার্বজনীন মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলপাড়া মন্দিরে এসে শেষ হয়। বিজয় চক্রবর্তীর নেতৃত্বে শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন মনোতষ চক্রবর্তী, বলাই চন্দ্রশীল, সুমন শাহ্, উত্তম কুমার, কমল চক্রবর্তী, শ্রিপতি মন্ডল, নির্মল চক্রবর্তী, সুরঞ্জন প্রাসাদ প্রমুখ। এছাড়া হিন্দু বোদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ শোভাযাত্রা বের করে বিকেলে। এখানে উপস্থিত ছিলেন হিন্দু বোদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ সভাপতি উঠান হলদার, সাধারণ সম্পাদক শুভংকর সরকার, রহনপুর পৌর কমিটির সভাপতি তপন কর্মকার, সম্পাদক শুভ প্রসাদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক দিলিপ রায় সহ আরও অনেকে।