ঢাকা | মে ৯, ২০২৫ - ৮:২০ অপরাহ্ন

শিরোনাম

করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট: Friday, August 19, 2022 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা উপসর্গে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি করোনা উপসর্গ নিয়ে ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে গতকাল শুক্রবার সকাল ৯টার মধ্যে তার মৃত্যু হয়।

মৃত বৃদ্ধের বাড়ি রাজশাহী নগরীতেই। তার বয়স হয়েছিল ৫৮ বছর। এদিন হাসপাতালে করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। এদিন করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বর্তমানে ২৪ শয্যাবিশিষ্ট এই ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ৪ জন। যেখানে গতকালও ৪ জন রোগীই চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন ১ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ১ জন ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২ জন রোগী।

এদিকে বৃহস্পতিবার রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যাদের মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ জেলায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ০০ শতাংশ।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS