ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ২:০৯ অপরাহ্ন

সাময়িক অসুবিধায় আছি, আগস্টই দুর্দশার শেষ মাস

  • আপডেট: Friday, August 19, 2022 - 4:32 pm

অনলাইন ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মানুষের কষ্ট দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পান। আমরা সাময়িক অসুবিধায় আছি। তবে এই মাসই দুর্দশার শেষ মাস। আগামী মাস থেকে এসব সমস্যা থাকবে না। আমরা আবার উন্নয়নের দিকে যাব। জিনিসপত্রের দাম মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা হবে।

শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় একটি মহল আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, তারা রাজপথ দখলে নিয়ে মানুষকে কষ্ট দেয়। বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। সংখ্যালঘু, সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা সবাই বাঙালি, বাংলাদেশের নাগরিক। জাতির পিতার নেতৃত্বে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম, তেমনি বাংলাদেশকে এগিয়ে নিতে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে।

জেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সভাপতি গৌরাংঙ্গ পদ দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নূরুল হুদা, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, প্রবীণ শিক্ষক যোগেশ্বর দাস প্রমুখ। অনুষ্ঠানে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে শহরে শোভাযাত্রা বের হয়।

সোনালী/জেআর