ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:৫৫ পূর্বাহ্ন

রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ

  • আপডেট: Thursday, August 18, 2022 - 1:06 am

স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। বুধবার বিকালে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আলাদা আলাদা এ কর্মসূচি পালন করে।

বিকালে নগরীর কুমারপাড়ার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে গিয়েই শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি বাহিনীরা মুন্সিগঞ্জ ব্যতীত সারাদেশের সকল জেলায় বোমা হামলা করেছিলো। ঐ ধারাবাহিকতায় তৎকালিন বিএনপি-জামায়াতের মদদে রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলা ভাইয়ের আবির্ভাব ঘটে এবং এই বাংলা ভাই বাগমারাতে অনেক আওয়ামী লীগের নেতাদের নির্মমভাবে হত্যা করে।

আওয়ামী লীগের নেতারা বলেন, তৎকালীন ক্ষমতাসীন বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় তারা এই রাজশাহী নগরীতেও পুলিশের সহায়তায় প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মিছিল করে তৎকালিন পুলিশ সুপারের সাথে দেখা করে। তারা রাজশাহীবাসীকে ভয় দেখাতে চেয়েছিলো। রাজশাহী মহানগর আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক তৎপরতায় ঐ সকল জঙ্গি গোষ্ঠী তথা বাংলা ভাই গ্রুপ বিতাড়িত হতে বাধ্য হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে আমরা সজাগ ও প্রস্তুত আছি। কোনভাবেই স্বাধীনতা বিরোধীদের এদেশের ক্ষমতা দখল করতে দেওয়া হবে না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ।

সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ।

সোনালী/জগদীশ রবিদাস