নিয়ামতপুরে দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলার পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (৫০) নিহত হয়েছেন। বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। নিহত আব্দুল মান্নান উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাউল গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বৃহস্পতিবার তুলার বাউল ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে তাঁকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রয়াত এ নেতার জানাযায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ৮টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উল্লেখ্য ১১ আগস্ট আব্দুল মান্নান মোটরসাইকেলে করে রাজশাহী থেকে বাড়ী ফেরার পথে সবাইহাট এলাকায় সড়ক দুর্ঘটনা কবলিত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ৭দিন পর বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।