ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১১:২২ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন: মৃত্যু বেড়ে ৪

  • আপডেট: Thursday, August 18, 2022 - 12:35 pm

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গত শুক্রবার রাতে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার শরীরের ৭৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধদের মধ্যে মো. রিমন মারা যান বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

গত শুক্রবার রাত ৮টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল আনলোড করার সময় পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটে। এতে সাহাজুল(৩০) ও বিজয়(২৮) নামে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

আহত তিনজনকে পরদিন শনিবার ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়। রিমনের আগে এ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছেন বলে বাচ্চু মিয়া জানিয়েছেন।

সোনালী/জেআর