ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ১২:০৭ অপরাহ্ন

আরএমপির উদ্যোগে বৃক্ষরোপণ

  • আপডেট: Tuesday, August 16, 2022 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে কাশিয়াডাঙ্গা ও দামকুড়া থানা এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এদিন কাশিয়াডাঙ্গা থানার মোল্লপাড়ায় আরএমপির প্রস্তাবিত নতুন পুলিশ লাইনসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বৃক্ষরোপণের পরে দামকুড়া থানার দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় ও এর আশপাশের এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন আরএমপি কমিশনার।

এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষণ বানার্জী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম, কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।