গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় আরোহীর মৃত্যু
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামনগর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ওই আরেীহীর নাম খোকন চৌধুরী (৩৬)। তিনি মান্দা উপজেলার খাসা মান্দা এলাকার ফাহিম চৌধুরীর ছেলে। দূর্ঘটনায় মোটরসাইকেলের পিছনে থাকা অপর আরোহী মঈন মন্ডল আহত হয়ে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।