উদ্বোধনের অপেক্ষায় উল্লাপাড়ার বড়হর সেতু
রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলার প্রায় ২০ গ্রামের মানুষের যাতায়াত সুবিধার জন্য গুরুত্বপূর্ণ বড়হর সেতুটি এখন উদ্বোধনের অপেক্ষায়।
উল্লাপাড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ফুলজোড় নদীর বড়হর-তেঁতুলিয়া পয়েন্টে সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে সেতুটি নির্মাণ হওয়ায় এ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিচ্ছে। শুধু তাই নয়, দুই উপজেলার মানুষদের সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।
উদ্বোধনের আগেই দৃষ্টিনন্দন এ সেতুটি দেখতে বিভিন্ন এলাকা হতে নানা বয়সী মানুষদের আগমন ঘটছে। সেতুটিকে ঘিরে নদীর পশ্চিম পাড়ে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। বিকালে ভ্রমণ পিপাসুদের আনাগোনায় মুখরিত হয় সেতু এলাকা। দীর্ঘদিনের ভোগান্তির অবসানে উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী। সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুত কাজ চলছে সেতুর দুই পাড়ের সংযোগ সড়কে কার্পেটিং আর টুকিটাকি কাজ।
নিরাপদে রাতে চলাচলসহ সৌন্দর্য বৃদ্ধিতে সেতুর দুই পাশ জুড়ে বসানো হয়েছে সোলার স্ট্রীট লাইট। ঝলমলে আলোয় রাতের আঁধারে অপরুপ সাজে সেজেছে এ সেতু। সেতুটি ঘিরে আশার আলো দেখছেন এ অঞ্চলের মানুষ।
উপজেলার বড়হর ইউনিয়নের বড়হর হাটের পাশে এলজিইডি থেকে ফুলজোড় নদীর ওপর আঞ্চলিক সড়ক গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পে ২৯৪ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮ মিটার চওড়া নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এর পেছনে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ৪০ কোটি ৪১ লাখ ৬৮ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিগত ২০১৮ সালের ২১ আগস্ট সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, ‘সেতুটির নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। সেতুর দুই পাশের এ্যাপ্রোচ সড়কের কাজ চলছে। খুব দ্রুতই সেতুটি উদ্বোধন হবে বলে আমরা আশা করছি।’