ঢাকা | মে ৪, ২০২৪ - ১২:১৯ অপরাহ্ন

সালমান রুশদির ওপর হামলাকে ‘প্র্যাঙ্ক’ ভেবেছিলেন অনুষ্ঠানের সঞ্চালক

  • আপডেট: Monday, August 15, 2022 - 12:52 pm

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটে সাক্ষাৎকারের আয়োজনে লেখক সালমান রুশদি হামলার শিকার হয়েছিলেন। সেখানে তার সঙ্গে থাকা সাক্ষাৎকারের সঞ্চালক প্রাথমিকভাবে ভেবেছিলেন, কেউ হয়তো বাজে তামাশা করছে। কিন্তু যখন রক্ত দেখলেন তখন তিনি বাস্তবে ফিরে আসেন।

রোববার তিনি এ কথা জানান। খবর এনডিটিভির।

সাক্ষাৎকারের সঞ্চালক স্বেচ্ছাসেবী সংগঠন সিটি অব অ্যাসাইলামের প্রেসিডেন্ট হেনরি রিজও শুক্রবারের হামলায় আহত হন।

লেখক রুশদির পেটে ও ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। এ বিষয়ে রিজ বলেন, কী ঘটেছে তা বুঝে উঠতেই তার সময় লেগেছিল।

সিএনএনকে ৭৩ বছর বয়সি রিজ বলেন, এটি বোঝা খুব কঠিন ছিল। এটি একটি বাজে তামাশার মতো লাগছিল।

‘যখন তার পাশে রক্ত দেখলাম, তখন বিষয়টি বাস্তব হয়ে ধরা দিল’, যোগ করেন তিনি।

যদিও রোববার তিনি ওই সংবাদমাধ্যমকে হামলার বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা করতে অস্বীকার করেন।

সন্দেহভাজন হামলাকারী ২৪ বছর বয়সি হাদি মাতারকে পরে ঘটনাস্থলেই উপস্থিত লোকজন ধরে ফেলেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণা করা হত্যার ফতোয়ার কারণে রুশদি দীর্ঘদিন পুলিশি নিরাপত্তায় ছিলেন।

সোনালী/জেআর