ঢাকা | মে ১৫, ২০২৫ - ৭:৪০ অপরাহ্ন

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াবে রাশিয়া

  • আপডেট: Monday, August 15, 2022 - 10:30 pm

 

 

অনলাইন ডেস্ক: উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো প্রসারিত করবে রাশিয়া। পিয়ংইয়ংয়ের স্বাধীনতা দিবসে কিম জং উনকে পাঠানো এক চিঠিতে পুতিন এমন প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এই পদক্ষেপ উভয় দেশের স্বার্থে হবে। খবর আল জাজিরার।

পুতিনের জবাবে কিম জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের মাধ্যমে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল। তাদের এ বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন বলেছেন যে সম্প্রসারিত দ্বিপাক্ষিক সম্পর্ক দুই দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এতে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, সমর্থন এবং সংহতি বৃদ্ধি পাবে।

অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং সাহায্য প্রদানের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন একসময় উত্তর কোরিয়ার অন্যতম মিত্র ছিল।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS