ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:২৬ অপরাহ্ন

দেশে এখন বিচারবহির্ভূত হত্যা নেই: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: Sunday, August 14, 2022 - 10:46 pm

 

অনলাইন ডেস্ক: বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা আগে হলেও এখন নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এমন হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য পেলে সরকার তদন্ত করবে।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠক শেষে মোমেন এ কথা বলেন।

এর আগে সকালে চারদিনের সফরে ঢাকায় আসেন ব্যাচেলেট। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই প্রথম বাংলাদেশ সফর।

মিশেলের সফরের প্রাক্কালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ। নাগরিকের অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় এ সফর একটি উপলক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।