ছাগলের স্বাস্থ্যসেবা ও ভ্যাকসিনেসন ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের শ্রীরামপুর ভাঙ্গাপাড়া স্লামের ছাগল পালনকারি উপকার ভোগিদের জীবন মান উন্নয়নে ছাগলের স্বাস্থ্যসেবা ও ভ্যাকসিনেসন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আরবান ম্যানেজমেন্ট ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ এবং আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রজেক্টের আওতায় প্রাণী সম্পদ অধিদপ্তর, মেট্রো-বোয়ালিয়া, রাজশাহীর সার্বিক সহযোগিতায় সচেতন সোসাইটি এই কার্যক্রমটির আয়োজন ও পরিচালনা করেন।
প্রাণী সম্পদ দপ্তর, মেট্রো-বোয়ালিয়া, রাজশাহীর উপ-সহকারি কর্মকর্তা মাহফুজ আলম উপস্থিত সদস্যদের মাঝে ছাগল পালনের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং ১৩০ (একশত ত্রিশ ) টি ছাগলের পিপিআর ভেকসিন ও ৬২টি ছাগলের স্বাস্থ্য সেবা প্্রদান করেন। তাঁকে স
হযোগিতা করেন ভ্যাকসিনেটর মোঃ শাহিন রেজা ও ফাতিমা আন্জুমান এবং সচেতন সোসাইটির প্রজেক্ট ম্যানেজার রফিকুল ইসলাম। জিআইজেডের অর্থায়নে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এই কার্যক্রমটি সচেতন সোসাইটি রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ৪টি ওয়ার্ডে ২০১৮ সাল থেকে সফলতার সাথে বাস্তবায়ন করে আসছে।